ধনে পাতার উপকারীতা;

ডেস্ক নিউজ:
  • Update Time : Tuesday, February 23, 2021
  • 615 Time View

ধনে পাতার ব্যবহার সাধারণত যে কোনও খাবার সাজানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। কেউ কেউ সব্জির সাথে ধনে পাতা মিশিয়ে খাবার বানিয়ে থাকে। শীতকালে ধনে পাতার ব্যবহার বেশি হয়ে থাকে। কিন্তু ধনে পাতার কি কি উপকার পাওয়া যায় সেটা একবার দেখে নেয়া যাক

১. আমাদের শরীরের ক্ষতিকারক ক্লোরেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
২. হজম শক্তি বাড়াতে এবং লিভার কে আরও বেশী সক্রিয় করতে সাহায্য করে
৩. ব্লাড সুগার রোগীদের সুগার লেবেল কন্ট্রোলে রাখে
৪. ভিটামিন K আলজাইমার রোগের ক্ষেত্রে ভালো কাজ করে

৫. anti-inflammatory গুণ পাওয়া যায় ধনে পাতাতে যা আরথারাইটিস রোগের উপকারী
৬. মুখের আলসার সারিয়ে তুলতে পারে এই ধনে পাতা, এর মধ্যে থাকে অ্যান্টি- সেপ্টিকের ভরপুর গুণ
৭. আমাদের স্নায়ু সচল রাখতে ধনে পাতার উপকারিতা অসামান্য
৮. এই পাতা পেটের রোগ নিয়ন্ত্রণ এবং বমি বমি ভাব রোধ করতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category