কুয়াকাটা সমুদ্র সৈকতে ঝড়ের কবলে পরে নিখোঁজ বাউফলের ১২ জেলের ৫ দিনেও হদিস মেলেনি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, August 21, 2022
  • 411 Time View

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর বাউফল ১২জেলের ৫ দিনেও হদিস মেলেনি। গত ১৬ আগস্ট ওইসব জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়ে ঝড়েরর কবলে পরেন। ফলে উৎকন্ঠায় রয়েছেন নিখোঁজ জেলেদের পরিবার পরিজনরা। নিখোঁজ জেলেরা হলেন, বাবুল বেপড়ি, জসিম বয়াতী, কবির, কামাল হোসেন, সবুজ বেপাড়ি, হুমায়ুন কবীর, সুমন মিয়া, আবুল হোসেন। বাকি ৪ জেলের নাম জানা জায়নি। তাদের সকলের বাড়ি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে।

নিখোঁজ জেলে বাবুল বেপাড়ির ভাই বেল্লাল বেপাড়ি বলেন, ‘তাঁর ভাই গত ১৬ আগস্ট ১২জন জেলে নিয়ে ট্রলার যোগে গভীর সমুদ্রে মাছ শিকারে জান। ১৯আগষ্ট তারা ঝড়ের কবলে পড়ে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাই। এরপড় জানতে পারি কোষ্টগার্ড শতাধিক জেলে সমুদ্র থেকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নৌঘাটে নিয়ে আসে। শনিবার সেখানে খোঁজ নিতে গেলে আমাদের ট্রলারের কোন জেলেকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসি।’

উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন, ‘ আমার এই ইউনিয়নের ১২জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে পরিবারের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category