নির্বাচন কমিশনের সাথে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : Tuesday, October 4, 2022
  • 314 Time View

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থা ও ২০টি এনজিও সংগঠনের মোর্চা ‘ইলেকশন মনিটরিং ফোরাম’র নেতৃবৃন্দ বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের সাথে আজ মঙ্গলবার ( ৪ অক্টোবর,) সকাল ১১ ঘটিকায় সাক্ষাত করেন। এ সময়ে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালকবৃন্দ যথাক্রমে- ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, মানবাধিকার সংগঠক মো: তানবীরুল ইসলাম, ব্যবসায়ী মো: ইকবাল বাহার, ইভিএম উদ্ভাবন কমিটির সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম।
সাক্ষাতকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশী-বিদেশী পর্যবেক্ষক মনোনীত, ইভিএম বিষয়ে সচেতনমূলক কার্যক্রম ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন বিষয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category