“কিডনি”

ডেস্ক রিপোর্ট;
  • Update Time : Monday, March 8, 2021
  • 555 Time View

একটি কিডনীর ওয়েট কত? সর্বোচ্চ ২০০ গ্রাম। মেডিকেল সাইন্সের দেয়া তথ্য অনুযায়ী প্রায় দেড়শ লিটার ব্লাড এই যন্ত্র ডেইলি ফিলটার করে। কত টাকা দিতে হয় এর জন্য আমাদের? এক টাকাও না।
একটি ডায়ালাইসিস মেশিনের ওয়েট কত? কমপক্ষে ১০০ কেজি। এই একই কাজ এই মেশিনের মাধ্যমে করাতে খরচ কত? প্রতি চার ঘন্টায় কয়েক হাজার।
সাড়ে তিন হাত শরীরের ভেতরই আল্লাহর দেয়া এরকম হাজারো নিয়ামত আমরা বিনামূল্যে ভোগ করছি নিজেদের অজান্তেই। কোনদিন কি এর জন্য শুকরিয়া আদায়ের প্রয়োজনীয়তা অনুভব করেছি ?

তিনি আল্লাহ, আমাদের এই শরীরের নির্মাতা যিনি। তাঁর অস্তিত্বের প্রমাণে পশু পাখির গায়ে তার নাম অংকিত থাকার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মেঘের ভাঁজে তাঁর নাম ফুটে উঠার। তাঁর অস্তিত্বের প্রমান আমরা নিজেরাই।
“বিশ্বাসীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী
রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও।
তোমরা কি অনুধাবন করবে না?”
__[সূরা যারিয়াত – আয়াত ২০,২১।
কালেক্টেড
সিলেট জেলা ভ্রাম্যমান রিপোর্টার।
শেখ জামাল হোসাইন

Please Share This Post in Your Social Media

More News Of This Category