নতুনধারার ২৪ এবং নতুনধারা সংবাদ টিভি কে নিয়ে গভীর ষড়যন্ত্র

ডেস্ক রিপোর্ট;
  • Update Time : Monday, March 15, 2021
  • 647 Time View

বাংলাদেশের করোনার প্রথম ধাপে ফার্মেসির কেলেঙ্কারি ও চাঁদাবাজির কারণে যশোর জেলার মোট ২৭ জন সাংবাদিককে নতুনধারা ২৪. কম থেকে বহিষ্কার করা হয়েছিল

এর ভিতরে বেনাপোলে ২ জন আসিফ রিজভী টনি ও জাকির হোসেনকে বাতিল করা হয়।তারই পরিপ্রেক্ষিতে একাদিক বার বিচার সালিশ করা হয়। পরবর্তীতে এ কারণে ফেইসবুক সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন নিউজ পোর্টালে নতুনধারার ২৪এর Ce.O এবং প্রতিষ্ঠান কে নিয়ে বিভিন্ন নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করতে থাকে।দীর্ঘদিন পার হয়ে নতুনধারার ২৪ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে থাকে। এই ধারাবাহিকতায় ঢাকা অফিস এবং সিলেট জৈন্তাপুর অফিস করা হয়। এবংজৈন্তাপুর সহ সিলেটের এক ঝাঁক তরুণ সাংবাদিক উপস্থাপক এবং উপস্থাপিকার নিয়ে অফিস পরিচালনা করে আসছিল।রুবেল নামের একটি ছেলে
নতুনধারা ২৪.কমের সাথে কর্মরত থাকা অবস্থায় নতুনধারা২৪.কম এর
নিয়ম কানুনের বাহিরে গিয়ে একাদিক বার অনিয়মের সাথে যুক্ত হয়ে এই প্রতিষ্ঠান তার নিজের
সম্পত্তি মনে করে ইচ্ছে মত নিউজ লাইভ ও টাকা বাণিজ্য করতে থাকে নতুনধারা অফিসের রুলস না মানায় তাকে বহিষ্কার করে দেওয়া হয়।এরই পরিপ্রেক্ষিতে সে ক্ষিপ্ত হয়ে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় নতুন ধারা কে নিয়ে বিভিন্ন ধরনের বাজে স্ট্যাটাস দিতে থাকে। এর ধারাবাহিকতায় যশোরের আসিফ রিজভী টনি ওরফে ইয়াবা খোর। ও জাকির হুসাইন ফেন্সি খোর জাকির ওরফে লুচ্চা জাকির বলে পরিচিত।ওদের সাথে একাধিক অসামাজিক কাজে লিপ্ত রুবেল আহমেদ যোগসাজশ হয়ে নতুনধারা ২৪. কম ও নতুন ধারার সংবাদ টিভি কে নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাতে থাকে। নতুনধারা পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category