ভালোবাসার লাভ ক্ষতি

কবি মোঃরাসেল আহমদ
  • Update Time : Sunday, February 14, 2021
  • 538 Time View

ভালোবেসে প্রিয়ার হাতে দিয়ে ছিলাম ফুল।
আজ বুঝেছি ফুল দেওয়াটাই প্রথম ছিল ভুল।

বসি যখন হিসাব নিয়ে লাভ কি ছিল তার।
লাভের মধ্যে মায়ের গালি বাবার হাতের মার।

ফেব্রুয়ারি ১৪ তারিখ হঠাৎ গভীর রাতে।
পত্র নিয়ে গিয়ে ছিলাম প্রিয়ার আঙ্গিনাতে।

কুকুর এল ঘেয়াল করে দিল জুড়ে খাবলা।
সকাল বেলায় চেয়ে দেখি পায়ের নিচে ছাবলা।

এই দুঃখেতে ১৪ এর সাথে করেছিলাম আড়ি।
এই তারিখে যাব না আর আমি প্রিয়ার বাড়ি।

প্রেমিক যারা তাদের তরে একটি অনুরোধ।
সবাই মিলে ভালোবাসার করুন প্রতিরোধ।

লাভের বেলায় নেই কিছু আর আছে শুধু ক্ষতি।
এই কারনে বদলে ফেলুন প্রেমের মতিগতি।

যোগাযোগ ০১৭৭৭৬৩৪৭২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category