যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ৯৬ হাজার

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Sunday, February 14, 2021
  • 502 Time View

এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। আগের তুলনায় সুস্থতা বাড়লেও উদ্বেগ বাড়িয়েই চলেছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনেও ৮৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণ ঝরেছে প্রায় ২৩শ’ মার্কিনির। অন্যদিকে পিছিয়ে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ২৭৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৭২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৯৬ হাজার ৬৩ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৭৭ জন ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৫৩ হাজার অতিক্রম করেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩৪ লাখ ৬৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৮৫৫ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৬৯ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৪১ হাজার ৪০৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৮ লাখ ২২ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৮ হাজার ৬৮৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৫ লাখ ৬৯ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৫ হাজার ৯৪৭ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৬০ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৮৭ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৬৩ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৫ হাজার ৮৫০ জনের।

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬৮ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৭ লাখ ৪৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৪৪০ জনের।

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category