দেশের সবাই এখন আওয়ামী লীগঃ নানক

ডেস্ক রিপোর্ট;
  • Update Time : Friday, March 12, 2021
  • 445 Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের সবাই এখন আওয়ামী লীগার। নব্যদের ভিড়ে দুর্দিনের কর্মীরা দলের ভিতরে এখন কোনঠাসা।

দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নিউজ টোয়েন্টিফোরকে এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তৃতীয়বার এবং চতুর্থবার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। টানা মেয়াদকালে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও দলে ভিড় বেড়েছে হাইব্রিডসহ অনুপ্রবেশকারীদের।

অকপটেই এই সত্য স্বীকার করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুর্দিনে তাদের চরিত্রও তুলে ধরলেন তিনি। নানক বলেন, তারা যেমন সুযোগ নিয়ে দলে আসে, আবার সুযোগ পেলে চলে যায়।

নানা সময় অনুপ্রবেশকারীদের বহিষ্কারের কথা বলা হলেও এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে জানান নানক।

দলের কিছু প্রভাবশালী ব্যক্তিগত স্বার্থে এইসব বহিরাগতদের দলে ঢুকিয়েছেন বলে অভিমত নানকের। এসব ক্ষেত্রে অনেক মন্ত্রী এমপিরাও দলীয় প্রধানের নির্দেশ মানছেন না।

পরবর্তী কাযনির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে সিদ্বান্ত আসার কথাও জানান দলের এই প্রেসিডিয়াম সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category