গাইবান্ধায় সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত ফ্রেন্ডশিপ সেন্টার

সাকিব হাসান চৌধুরী সাম্য গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, March 14, 2021
  • 443 Time View

গাইবান্ধা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে ফ্রেন্ডশিপ সেন্টার অবস্থিত ।

২০০২ সালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর
জীবনযাপনের মানোন্নয়নের লক্ষ্যে ফ্রেন্ডশিপ নামের এই সংস্থাটি যাত্রা শুরু করে।

ফ্রেন্ডশিপ সেন্টারে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হয়।

সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টার তার নান্দনিক নির্মাণশৈলীর জন্য ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

ভূমি সমতলে ভবনের ছাদের অবস্থান, আর ছাদের ওপর আছে চোখ জুড়ানো সবুজ ঘাস।

ফ্রেন্ডশিপ সেন্টার সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে আগে থেকে অনুমতি নিলে ফ্রেন্ডশিপ সেন্টারের ভেতরে প্রবেশ করতে পারবেন।

সবুজ ঘাসে ঢাকা ফ্রেন্ডশিপ সেন্টারের কক্ষগুলো প্রাকৃতিকভাবে বেশ ঠান্ডা থাকে।

বর্তমানে গাইবান্ধায় ভ্রমন পিয়াসুদের পছন্দের তালিকায় এটি অন্যতম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category