গাইবান্ধায় ভালোবাসা দিবসে তরুণ-তরুণীদের এক ভিন্ন আয়োজন

সাকিব হাসান চৌধুরী সাম্য গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, February 14, 2021
  • 493 Time View

বিশ্ব ভালোবাসা দিবসে ভালো বাসা সব পেশাজীবী মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাস্তায় নেমেছেন একঝাঁক তরুণ-তরুণী।

নাম তার ” জুম বাংলাদেশ ”

গাইবান্ধা জুম বাংলােদশ স্কুল থেকে রবিবার সকালে সংগঠনটির তরুণ তরুণীরা এক পদযাত্রার মাধ্যমে সবাইকে লাল গোলাপ দেওয়া শুরু করেন।

গাইবান্ধা শহরের সব ধরনের পেশাজীবী মানুষকে তারা লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

তারা জানায় ভালোবাসা কোনও নির্দিষ্ট দিন বা ব্যক্তির জন্য নয়। সকলের জন্য। আমরা ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

জুম বাংলাদেশ স্কুল নামে সারাদেশে ৭টি স্কুল পরিচালিত হচ্ছ। উক্ত প্রায় ৪শ’ পথশিশু লেখাপড়া করে।

সংগঠনে সর্বমোট প্রায় ১,৫০০ জন সদস্য রয়েছে । তারা সবাই সবাই বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী।

সংগঠনটি গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যেও শিক্ষার আলো ছড়াচ্ছে। গাইবান্ধা রেলস্টেশন এলাকায় রয়েছে জুম বাংলাদেশ নামে একটি স্কুল।

জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশন মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল পথশিশুদের নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category