ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাতৎ।

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Tuesday, November 23, 2021
  • 398 Time View

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাতৎ।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। যারা মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা ও ভীতি সৃষ্টি করে তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মানুষের মতামত ও বাক স্বাধীনতার বিকল্প নেই। অদ্য ২২ নভেম্বর ২০২১ বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাতে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ কোন প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ৮ বছর পূর্বে আমি দূতাবাসে কর্মরত ছিলাম। অভিজ্ঞতার আলোকে বলতে পারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্বৃদ্ধি করছেন তা অবশ্যই প্রশংসনীয়। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি হেড অব মিশন জেরেমি ওপ্রিটেসকো, রাজনৈতিক প্রথম সচিব এডুয়ার্ড ইভান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category