আন্তর্জাতিক নারী দিবসেআত্মনির্ভরশীল নারীর তালিকায় সাফল্যের স্মারক পেল ফুলপুরের লিপি চাকলাদার

বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) জেলা প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, March 16, 2021
  • 452 Time View

আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা।
সেক্টর ভিত্তিক নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের মাঝে সাফল্যের স্মারক প্রদান করেন।
সম্মাননা’ সাফল্যের স্মারক প্রাপ্ত নারীর মধ্যে রয়েছেন, যশোহর পৌরসভার নগর উন্নয়ন সেক্টর ইজিআইআই থ্রি প্রকল্পথেকে প্রথম স্থান অধিকার করেছেন রাজিয়া খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার নগর উন্নয়ন সেক্টর নবীদেব প্রকল্প থেকে লিপি চাকলাদার। তৃতীয় স্থান অধিকার করেছেন চাঁপাইনকখবাবগঞ্জ পৌরসভার ইজি আই আইপি থ্রি প্রকল্প থেকে মোছাঃ মনিরা বেগম। ইচ্ছাশক্তি থাকলে চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এই প্রত্যয় নিয়ে ফুলপুর উপজেলার দরিদ্র পরিবারের লিপি চাকলাদার অদম্য ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে
দারিদ্রতা মোকাবিলা করে হয়ে ওঠেন আত্মনির্ভরশীল নারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category