ভোলার তজুমদ্দিন উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
  • Update Time : Sunday, March 14, 2021
  • 482 Time View

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক টাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন একজন।

রবিবার (১৪ই মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সেন্টারিংয়ের খুঁটি খুলতে সকালে কয়েকজন শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর একে একে তারা অচেতন হয়ে পড়েন। পরে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও একজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেপটিক ট্যাংক থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এবং এখনো একজন নিখোঁজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category