নেপালের প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাৎ

জেএসটিভি বাংলা ডেস্ক ঃ
  • Update Time : Friday, July 15, 2022
  • 409 Time View

“বাংলাদেশের দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ নেপাল নির্বাচন কমিশনের”

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দক্ষিণ এশিয়ার দেশসমূহের নজর কেড়েছে। দীর্ঘ সময় বর্তমান সরকার ক্ষমতায় থাকার ফলে এ উন্নয়ন সম্ভব হয়েছে। সরকারের উচিত গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে নির্বাচন কমিশনকে সর্বাধিক সহায়তা করা। বাংলাদেশের মত জনবহুল দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জ। রাজনৈতিক দলসমূহ ও সাধারণ জনগণের সহযোগীতা না থাকলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম হবে না। দক্ষিণ এশিয়ার দেশসমূহে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে যৌথ সহযোগীতামূলক কার্যক্রমের বিকল্প নেই। বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নেপালের যথেষ্ট আগ্রহ রয়েছে। তাই আমন্ত্রণ পেলে নেপালের নির্বাচন কমিশন ও নেপালের অন্যান্য সংস্থাসমূহের সর্বাধিক পর্যবেক্ষক প্রেরণ করবে বলে উপরোক্ত মন্তব্য করেন নেপালের প্রধান নির্বাচন কমিশনার দীনেশ কুমার থাপালিয়া।


অদ্য ১৫ জুলাই, ২০২২ সকালে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী নেপাল সফরকালে নেপালের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, নেপালের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যগণ পর্যবেক্ষণ করতে পারবেন। এতে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেপালের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির মিয়া, মুসলিম কমিশনের সদস্য এডভোকেট মাহামাদীন আলী, নেপালের সাবেক সংসদ সদস্য জুনায়েদ আনছারি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক বঙ্গবন্ধু গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category