২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আবু রায়হান (নওগাঁ)প্রতিনিধিঃ
  • Update Time : Saturday, February 27, 2021
  • 279 Time View

নওগাঁর পোরশা নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার ছাত্র কর্তৃক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এবং প্রতিযোগীরা সঠিক উত্তর দিতে পারায়,আতাদের লটারির মাধ্যমে ১থেকে ১০ জন কে নির্বাচন করে।ফলে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ১থেকে ১০ জন সেরা হয়ে শুভেচ্ছা মুলুক উপহার দেন, মোঃ আমানুল্লাহ ও হাবিবুল্লাহ

উপহার তুলেদেন, মোঃ মশিউর রহমান,
মোঃ আবু রায়হান,মোঃ আমানুল্লাহ ও হাবিবুল্লাহ।
উপহার গ্রহণ করেন,১,মোঃ আঃ সাত্তার,আলাদিপুর মাদ্রাসা, ৯ম শ্রেণী। ২,মোঃ মাসুদ রানা,আলাদিপুর মাদ্রাসা, ৯ম শ্রেণী। ৩, মোঃ আসাদুল ইসলাম আসাদ,নিতপুর দাঃ সুঃ ফাজিল মাদ্রাসা ৮ম শ্রেণী। ৪,মোঃ শরিফুল ইসলাম,নিতপুর দাঃ সুঃ ফাজিল মাদ্রাসা।৫,মোঃ শহিদুল ইসলাম,নিতপুর দাঃ সুঃ ফাজিল মাদ্রাসা ৯ম শ্রেণী।৬,মোঃ আসাদুল্লাহ আল গালিব নিতপুর দাঃ সুঃ ফাজিল মাদ্রাসা ৯ম শ্রেণী।
৭,মোঃ সেলিম রেজা আলাদিপুর মাদ্রাসা দ্বাদশ শ্রেণী। ৮,এস এম সালমান হায়দার, নিতপুর স্কুল এন্ড কলেজ ১০ম শ্রেণী।৯,হামিদুর রহমান পোরশা কলেজ, একাদশ। ১০,মোঃ মিনহাজ উদ্দীন মির নিতপুর দাঃ সুঃ ফাজিল মাদ্রাসা ৯ম শ্রেণী। এবং কিছু প্রতিযোগীকে শান্ত’না উপহার দিয়ে, সামনে চলার প্রত্যায়ে অনুষ্ঠান ইতি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category