বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ সেন্টমার্টিন তিনদিনের প্রোগ্রামে সেল্ফ গ্রুপের গুরুত্বপূর্ণ প্রজেক্ট এয়ার টিকিট উদ্বোধন অনুষ্ঠানে, কোম্পানির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন শাহীন বলেছেন দেশ এখন ডিজিটাল হয়েছে তাই শিক্ষিত বেকাররা এখন আগের মতো চাকরির পিছনে ছুটে না বরং উদ্যোক্তা হতে চাই। এরই ধারাবাহিকতায় সেল্ফ টেক সারাদেশে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করছে। অল্প দিনের ভিতরে সেল্ফ টেক হবে দেশের এক নম্বর আইটি প্ল্যাটফর্ম । গত ২৭ ই ফ্রেব্রুয়ারি রোজ শনিবার রাত আটটায় সেন্টমার্টিন দ্বীপে ব্লু সি রিসোর্টে এ অনুষ্ঠান চলাকালে সেল্ফ টেক গ্রুপের পরিচালক(প্রশাসন) মোঃ রবিউল হুসাইন শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেল্ফ টেক গ্রুপের চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন শাহীন,কর্মকর্তা খোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন ,রানা বড়ুয়া, সফল উদ্দোক্তা মিঠুন দাস ,জয় রাজ শিমুল, স্বপ্ন নাঈম , হাবিবুর রহমান , শামসুর রহমান ,রফিকুল ইসলাম সোহেল, ফকির মিন্টু আলী, সেলিম হোসেন , মারুফ বিল্লাহ, হাবিবুর রহমান হাবিব, আল-আমিন , মিজানুর রহমান , মহসিন ও ব্রাইট ড্রিম বিজনেস গ্রুপের সিইও হাবিবুর রহমান উজ্জ্বল সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র মেন্টরবৃন্দ। এ সময় সফল উদ্যোক্তাদের মাঝে ফুল, সম্মাননা স্মারক ও প্রণোদনা অর্থ দেয়া হয় এবং সেল্ফ টেকের অনলাইনে বিমান টিকিট এর উদ্বোধনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেল্ফ টেক এলিট গ্রুপ ড্রিম বিজনেস গ্রুপের সিইও স্বপ্ন নাঈম সংবর্ধনা ও অভিনন্দন স্মারক গ্রহণ করে একমত পোষণ করে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেনয বাংলাদেশের অন্যতম সমস্যা বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে আমাদের সেল্ফ গ্রুপ তাছাড়া সোনার বাংলা গড়তে তরুণ উদ্যোক্তারা এই প্লাটফর্মটি কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।