সিলেট তামাবিল মহাসড়কের করিচর ব্রীজে লালাখাল সীমান্ত দিঢে নিয়ে আসা ভারতীয় চোরাই পণ্য বহনকারী একটি ডিআইকে RAB_9 ধাওয়া করলে করিচর ব্রীজে জৈন্তাপুর গামী একটি নাম্বার বিহীন টোকেন চালিত সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়। বিভিন্ন সূত্রে জানায় মাদকের বড় একটি চালান নিয়ে ডিআই ট্রাকটি RAB-9 এর তাড়া খেয়ে হেমু গ্রামে প্রবেশ করে৷ এখন পর্যন্ত ডিআই ট্রাকটির আর সন্ধান পাওয়া যায়নি ৷ সূত্র আরও জানায় গত ১সপ্তাহ ধরে সংশ্লিষ্ট বাহিনীর সোর্স ম্যানদের মাধ্যমে লালাখাল সীমান্ত দিয়ে প্রচুর পরিমানে ভারতীয় গরু মহিষ মাদকের বড় বড় চালান কসমেট্রিক্স বিড়ি সিগারেট ভারতীয় শাড়ী টাটা গাড়ী ট্রায়ার বাংলাদেশে প্রবেশ করছে চোরাকারবারী দলের সক্রীয় এবং চিহ্নিত সদস্যরা৷ অসমথিত সূত্রে আরও জানায় লালাখাল সীমান্ত দিয়ে বড় ধরনের কিছু পণ্য নামছে৷ সেগুলো অতি নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয়, তাদের দাবী দেশে নাশকতা তৈরীর লক্ষে একটি চক্র অতি নিরাত্তার মাধ্যমে চালান নিয়ে যায়৷ তাদের দাবী এসব পণ্য বহনের ক্ষেত্রে তারা চৌকাশ ডিআই গাড়ী চালক এবং ডিআই গাড়ী ব্যবহার করে থাকে৷ তাদের সামনে যে পড়ুত তাদের স্বাথের জন্য মানুষ মারতেও পিছ পা হয় না বলে দাবী করেন৷ একই ভাবে গত ২৭ ফেব্রুয়ারী রাত ১১টায় জৈন্তাপুর বাজারে ভারতে পাচারের জন্য মটরশুটি বোঝাই ডিআই ট্রাকের ধাক্ষায় জাকির হোসেন নামের ১যুবক গুরুত্বর আহত হন পরে চিকিৎসাধীন অবস্থায় ২৮ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করে, ১লা মার্চ তার দাফন সম্পন্ন হয়৷
অন্য একটি নির্ভরশীল সূত্র জানায় লালাখাল সীমান্ত দিয়ে আজ বাংলাদেশে বড় ধরনের মাদক ও ভারতীয় গরুর চালান বাংলাদেশে প্রবেশ করবে৷ সীমান্ত এলাকায় চালানটি পৌছে গেছে৷ ভারতীয় গরু বহনকারী ডিআই ট্রাক যোগে গরির পাশাপাশি মাদক প্রবেশ করবে বলে দাবী করে৷
সচেতন মহলের জেলা পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, সেক্টার কমান্ডার, জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার কাছে চোরাচালান বন্দে ও মাদক নিমূলের ব্যবস্থা গ্রহনের দাবী জানান, সেই সাথে তারা আরও বলেন স্থানীয় প্রশাসনকে সংবাদ দিয়ে কোন কাজ হয়না বরং সংবাদ দাতারা বিপাকে পড়তে হয়৷ এজন্য তারা এখন নাম প্রকাশ করতে রাজি নন বরং উদ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন৷