আজ জৈন্তিয়াপুর দরবস্ত বাজারে
মোবাইল কোড অভিযান চালানো হয়। আভিযান কালে
দরবস্ত বাজারের দুই ব্যবসায়ীকে ২০০০০০টাকা জরিমানা করেন। তাদের কাছে বিপুল পরিমাণ মটর থাকার কারণে এই জরিপানা করা হয়।
দুই ব্যবসায়ীর নাম হল (১) শামসু মিয়া। পিতা হান্নান মিয়া
(২) কামরুল ইসলাম। পিতা হানিফ মিয়া। তাদের কাছ থেকে জানা যায় যে আমরা তো মোটর পাইকারি বিক্রি করি এর জন্য অতিরিক্ত মোটর এনে রাখা হয়েছে। তাদেরকে এত টাকা জরিপানা করায় তারা দুঃখ প্রকাশ করেন। স্থানীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ কোন রকম মোটর স্টক করা যাবে না এই
আলোচনার সময় ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাহার উদ্দিন বাহার
আরো গণ্যমান্য ময়মুরুব্বিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারি সহ আরো অনেকে তারা সবাই মিলে কড়া নির্দেশ দেন ওদেরকে আর কোন সময় মোটর স্টক করা যাবে না
আর ওদের নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর বাজারের সব ব্যবসায়ী দেরকে কড়া নির্দেশ দিয়ে আসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট।