সাতক্ষীরায় স্বর্ণ স্বদৃশ্যের রাধা-রানী মুর্তি উদ্ধার

বিএম বাবলুর রহমান :-সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : Saturday, March 6, 2021
  • 259 Time View

সাতক্ষীরার তালা পাটকেলঘাটায় ইটভাটার মাটি কাঁটার সময় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন স্বর্ণ স্বদৃশ্য রাধা-রানী মুর্তি উদ্ধার হয়েছে।

আজ ৬ মার্চ সকাল ১০ টার দিকে কুমিরা বাবুর পুকুর থেকে মোল্লা ব্রিকস এর লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। এ সময় মুর্তিটির উপরে মাটি কাঁটা হাতল সাজোরে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। মুহূর্তে এলাকাবাসী সহ স্থানীয় শ্রমিকরা সেটি উদ্ধার করে। সাথে সাথে সোনার মুর্তি পাওয়া গেছে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার হওয়া মুর্তিটি নিয়োন্ত্রন নেয়।

পাটকেলঘাটা থানার এস আই বুলবুল আহম্মদ বিষটি নিশ্চিত করে বলেন মুর্তিটিপ্রান্ত জুয়েলার্স এ নিয়ে গেলে সেখানের শেকড়ারা সেটি পিতলের মুর্তি বলে নির্ধারণ করে। যাহার ওজন ১ কেজি ৪০০ গ্রাম।কমপক্ষে ৪০০ থেকে সাড়ে ৪শ বছরের পুরাতন রাধা-রানী মুর্তি বলে ধারণা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category