সাতক্ষীরায় মোন্তাজ হত্যা মামলার প্রধান আসামির আত্মহত্যা

বি এম বাবলুর রহমান:সাতক্ষীরা
  • Update Time : Tuesday, March 9, 2021
  • 270 Time View

তালা পাটকেলঘাটায় চাঞ্চল্যকর বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামির বড় ভাইয়েরএক দিন পর আত্মহত্যায় মৃত্যু।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৯ই মার্চ মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় জয়নগর ইউনিয়নের খোরদা-বাটরা এলাকা থেকে শাহাজান মল্লিকের মরদেহ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। মৃত শাহজাহান মল্লিক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদের পুত্র। দুই পুত্র হারা পিতা আঃ মজিদ মল্লিক জানান আমার বড় ছেলে, ছোট ছেলে মোন্তাজ মল্লিককে গতকাল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।হত্যার পর বড়ছেলে পালিয়ে যান ।এ ঘটনায় মোন্তাজের স্ত্রী বাদি হয়ে শাহাজাহান সহ তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দাখিল করেন, মামলা দাখিলের পর পাটকেলঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে তার শশুর বাড়ি তালা উপজেলার নগরঘাটা গ্রাম সহ বিভিন্ন জায়গায় অভিযান অব্যহত রাখেন , আব্দুল মজিদ আরো জানান আমি আজ মোবাইল ফোন মারফত জানতে পেরেছি যে আমার বড় ছেলে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামে পরেশ রায় চৌধুরীর আম বাগানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।এবিষয়ে খোরদো-বাটরা এলাকায় সূচিত্রাশীল জানান আমি সকালে পরেশ রায় চৌধুরীর আমের বাগানে গিয়ে একটি ঝুলন্ত লাশ দেখে অজ্ঞান হয়ে যায়।আমি জ্ঞান ফিরে পাবার পর বিষয়টি আমার স্হানীয় ইউপি সদস্য বজলুর রহমান কে জানাই।

কলারোয়া উপজেলা খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরেশ রায় চৌধুরীর আমবাগান থেকে শাহাজান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে,তার পরনে নীল রঙের জিন্স প্যান্ট পরা ছিল এবং গায়ে ছিল ফুল হাতা শার্ট। মরদেহে পকেটে থাকা মানিব্যাগের মধ্যে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে পরিচয় পাওয়া গেছে,সে তার আপন ছোট ভাই মোন্তাজ মল্লিক হত্যা মামলার ১ নং আসামি , তার শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি,তবে মৃতের কারণ জানার চেষ্টা করছি। মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category