সাতক্ষীরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বি এম বাবলুর রহমান :- তালা-সাতক্ষীরা
  • Update Time : Thursday, March 4, 2021
  • 192 Time View

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি,ঘটেছে৪ঠা মার্চ(বৃহস্পতিবার)ভোরের দিকে ধর্ষককে গ্রেফতার করেছেপাটকেলঘাটায় থানার পুলিশ । গ্রেফতারের পর দুপুর ১২টার দিকে তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার কৃত আসামী পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে রফিকুল ইসলাম (৩৮) তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।
পাটকেলঘাটা থানা পুলিশের কর্মকর্তা ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। পরে তিনি আবার বিয়ে করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। আরেকটি ঢাকায় কাজ করে। সম্প্রতি মেয়েটি বাড়িতে বেড়াতে আসে।
মেয়েটির সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে ভোরে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category