সাতক্ষীরা তালা সদরে জাতপুর গ্রাম সাবেক চেয়ারম্যান উপজেলা জাপা সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের ইউপি নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৫ই মার্চ শুক্রবার বিকেল চারটায় ইউনিয়ন জাপা সভাপতি মোঃ আবুল হাসানের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত উঠান বৈঠকে মো: বুরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা বিএম বাবলুর রহমান, এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইয়াসিন আলি সরদার, ইউপি সদস্য হাফিজুর শিকারি, অধ্যক্ষ সাইফুল্লাহ, মোঃ ইউনুস আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর আলী শেখ, দিদারুল শেখ, সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, রহমত গোলদার, মিজান গাজী, শহিদুল ইসলাম, সাংবাদিক পার্থ মণ্ডল, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, আবুল হোসেন মালী, তরুণ পার্টির নেতা বাপ্পারাজ প্রমুখ। এছাড়া জাতপুর, আলাদিপুর ডাঙ্গানলতার সুধীমহল ও শত শত গ্রামবাসী।