কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজার’র প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দৌলতখান উপজেলায় কর্মরত সকল সাংবাদিক । আজ সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাব চত্ত্বরে প্রেসক্লাবের এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন
এসময় বক্তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সমাবেশ শেষে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের এর সভাপতিত্বে প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সভায় বক্তব্য রাখেন দৌলতখান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও দৌলতখান আব্বু আবদুল্লাহ কলেজের প্রাঙ্গন অধ্যক্ষ শম ফারুক , সহ সভাপতি জাকির আলম , সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ , যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সাগর চৌধুরী