সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেয়র লুৎফুর রহমান।
দলীয় প্রতীক নৌকা নিয়ে ১৪২ ভোটের ব্যবধানে লুৎফুর রহমান জয় পেয়েছেন বলে নিশ্চিত করা গেছে। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন ( জগ প্রতীক)। নৌকা প্রতীক নিয়ে লুৎফুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮২৮ ভোট এবং নিকতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের প্রার্থী সোহেল আমিন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট। এছাড়া নারিকেল গাছ প্রতীক নিয়ে নিজাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট। এর আগে উৎসবমুখর পরিবেশে কানাইঘাট পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে জানিয়েছেন এলাকাবাসী