মহেশখালীতে ১৭ হাজার জাল টাকা নিয়ে তারেক এক ব্যাক্তি পুলিশের হাতে আটক

দেলোয়ার হোছাইন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, February 19, 2021
  • 278 Time View

মহেশখালীর উপজেলার কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা পূর্ব মাঝের পাড়া মসজিদ ও মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভাস্থল থেকে ১৭ হাজার জাল টাকা নিয়ে আটক হলেন শাপলাপুর ইউনিয়নের জেম ঘাট এলাকার বাসিন্দা তারেক।

মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভায় জাল টাকা নিয়ে তারেক
কৌশলে সাথে দান করার নাম দিয়ে এক হাজার টাকার একটি নোট দিয়ে বলল সেখান থেকে তিনশ টাকা নিতে আর সাতশ টাকা ফেরত দিতে বলেন।

ফেরত দিতে গিয়ে উক্ত সভায় দায়িত্বরত নুর কাশেমের এক হাজার টাকার সেই নোটের প্রতি সন্দেহ প্রবণ হলে
তাকে আটকাতে বলেন উপস্থিত লোকজন’কে।

আটক করার পরে তারেক’কে জিঙ্গাসাবাদে জাল নোটের কথা স্বীকার করে।

জালটাকা নিয়ে বিভিন্ন জায়গাতে অপকর্মের করার কথার স্বীকারোক্তিদে।

তার হেফাজতে থাকা ষোল হাজার জাল টাকার নোট সহ তাকে স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবুর হাতে তুলে দেওয়া হয়।

উক্ত বিষয়টি মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃআব্দুল হাই,অবগত হলে তাঁর নির্দেশে দ্রুত সময়ে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।

পরে কালামারছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মেম্বার আক্তারুজ্জামান জাল টাকা সহ তারেকে পুলিশের হাতে তুলে দেন।

উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃআব্দুল হাই সত্যতা নিশ্চিত করে বলেন-

কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার একটা ধর্মীয় সভা থেকে শাপলাপুরের তারেক নামের এক ব্যাক্তিকে নদগ ১৭ হাজার টাকার জাল নোট সহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করা হয়েছে।

আটক কৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category