মহেশখালীতে বনবিভাগের জায়গা দখলমুক্ত, গুড়িয়ে দিয়েছেন পাকা দালান

দেলোয়ার হোছাইন কক্সবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, February 28, 2021
  • 285 Time View

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের মুদিরছড়া বিটের পাহাড়ী মৌজার বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।
জানাযায়, বনবিভাগের জায়গার উপর অবৈধভাবে বাড়ি তৈরী করে একটি রাতও ঘুমাতে পারেনি দখলবাজরা। রাতে গোপনে বাড়ি তৈরী করলেও সকালে বনকর্মীরা ওই ঘরটি উচ্ছেদ করে বনজ সম্পদ দখলমুক্ত করেছেন।
২৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টার সময় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দিনেশপুর বিট এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে, দিনেশপুর বিট কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, শাপলাপুর বিট কর্মকর্তা মোঃ রাজিব উদ্দিন ইব্রাহিমসহ অত্র রেঞ্জের সকল বিটের স্টাফ ও ভিলেজারদের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালিত হয়।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া বলেন, পাহাড়ে সক্রিয় দালাল চক্রের সহায়তায় ভূমিদস্যুরা সরকারি জায়গা দখল করে স্থাপনা ও বাড়ি ঘর গড়ে তুলেছে। অভিযানে দখলদারদের স্থাপনা ভেঙে উচ্ছেদ করে জায়গাগুলো সরকারের আওতায় নিয়ে আসা হয়েছে। এবং বন আইনের বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category