শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) তাঁতীদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তাঁতী সমাজ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি তাদের হাত ধরেই সরকারের পতন ঘটবে।
এ সময় তিনি আরও বলেন, বিশ্ববাসীর কাছে ফ্যাসিবাদ সরকারের কর্মকাণ্ড দৃশ্যমান। তিনি আজীবন টিকে থাকতে পারবেন না।
খালেদা জিয়া বন্দি থাকার পরও তাকে মামলা দেয়ার বিষয়ে তীব্র নিন্দা জানান রুহুল কবীর রিজভী।
মাফিয়া চক্রের রাষ্ট্রতন্ত্রের পতন ঘটবেই এমনটা মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।