“বাংলা বলা আমার অধিকার ছিল ওরা অধিকার কেড়ে নিতে পারেনি।”

সিলেট জেলা জৈন্তাপুর, নিজস্ব সংবাদদাতা; মোঃ রুবেল আহমেদ।
  • Update Time : Sunday, February 21, 2021
  • 284 Time View

২১ অধিকারের চেতনা বহন করে। একুশে রয়েছে অধিকারের আহবান। ১৯৫২ সালে ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল তারা। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।
আজো আমরা আমাদের অধিকারের দাবীতে সোচ্চার একুশের এই দিনে। আমরা নব চেতনায় উদ্ভুদ্ধ হয়ে ছাত্র-জনতা অধিকার প্রতিষ্ঠা করবো। আজ অমর একুশ। আজকের এই দিনে ভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছিল রফিক জব্বার বরকতরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category