২১ অধিকারের চেতনা বহন করে। একুশে রয়েছে অধিকারের আহবান। ১৯৫২ সালে ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল তারা। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।
আজো আমরা আমাদের অধিকারের দাবীতে সোচ্চার একুশের এই দিনে। আমরা নব চেতনায় উদ্ভুদ্ধ হয়ে ছাত্র-জনতা অধিকার প্রতিষ্ঠা করবো। আজ অমর একুশ। আজকের এই দিনে ভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছিল রফিক জব্বার বরকতরা।