বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের আওতায় ঝড়ে পড়া শিশুদের মৌলিক শিক্ষা বিষয়ক স্কুল চালু করনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতরকরন সভা বাস্তবায়ন করছে ভলান্টারি অর্গানাইজেশন ফর ডেভলপমেন্ট (ভোসড)। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন বরিশাল উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের উপ-পরিচালক জানে আলম। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জামাল হোসেন গাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন্নেসা নাজমা প্রমুখ। সভায় জানানো হয় উপজেলায় ৪৫টি কেন্দ্রে ৪৫জন শিক্ষক নিয়োগের মাধ্যমে ৮থেকে ১৪বছর বয়সী ঝড়ে পড়া শিশুদের মৌলিক শিক্ষা প্রদান করা হবে।