বরিশালের আগৈলঝাড়া কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল মালেক হাওলাদারের ইন্তেকাল

আকন মোঃ ইমরান আলী, আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি।।
  • Update Time : Tuesday, March 9, 2021
  • 310 Time View

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল মালেক হাওলাদার (৮৭) অসুস্থ হয়ে সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি….রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে জোহর বাদ মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুম আব্দুল মালেক হাওলাদার উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) , বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্।

জানাজায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ্ মো: লিটন সেরনিয়াবাত,

সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, কোটালীপাড়া উপজেলার সাবেক পৌর মেয়র মোঃ অহিদুল হক হাজরা, সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার আকবর আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার,

গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা, ফরহাদ তালুকদার,

উপজেলা যুবলীগ সভাপতি, সাইদুর সরদার,বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক,বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক বজলুল হক হাওলাদার, ব্যবসায়ী সাহানুর হাওলাদার ধলা,যুবলীগ নেতা সবুজ আকন, ফয়জুল সেরনিয়াবাতসহ হাজার-হাজার ধর্মপ্রান মুসলিম জনগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category