বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন উপলক্ষে ইউএইচএন্ডএফপিআই ডা: বখতিয়ার আল মামুন এর উদ্যোগে রোববার বিকেলে উপজেলা হাসপাতাল জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইপিআই টেকনোলজিষ্ট মিজানুর রহমান, ফারিয়ার সভাপতি শিকদার জুয়েল, স্বাস্থ্য পরিদর্শক জামাল হোসেন, মুসুল্লী সোহেল সরদারসহ প্রমুখ। দোয়া মিলাদ পরিচালনা করেন উপজেলা হাসপাতালের পেশ ইমাম মাওলানা রেজাওয়ান।