বরিশালের আগৈলঝাড়ায় থানা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আকন মোঃ ইমরান আলী, আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি,
  • Update Time : Sunday, March 7, 2021
  • 212 Time View

জাতির পিতার ঐতিহাসিক ৭মার্চ ভাষণ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির আনন্দ উদযাপনে আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যর ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।
রবিবার বিকেলে থানা চত্তরে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ সম্প্রচারের পরে অতিথিরা আনন্দ উদযাপনের অংশ হিসেবে কেক কেটে তা পরিবেশণ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭মার্চ উপলক্ষে থানা চত্তর সাজানো হয়েছে হরেক রকম আলোর অপরুপ বর্নিল সাজে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, ফরহাদ তালুকদার, মাইকেল মালাকার, উজ্জল লাহেড়ী, সহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোনে টিটু, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা পরিষদের আয়োজনে ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সরকারী কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category