বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুশান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, বীমা কর্মকর্তা এইচএম মনিরুজ্জামান, সুভাষ চন্দ্র সরকারসহ প্রমুখ।