ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।
এছাড়া ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর নেতৃত্বে পৃথক পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।