প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় চাঁদপুরের যুবকের আত্মহত্যা

মোঃ হাসান মিজি চাঁদপুর প্রতিনিধি
  • Update Time : Thursday, March 4, 2021
  • 212 Time View

প্রেমিকার সঙ্গে বিয়ে না দেয়ায় চাঁদপুরের যুবকের আত্মহত্যা
প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে সম্মত না হওয়ায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় শরীফুজ্জামান শিপন (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের মো. জিয়াউল হকের ছেলে শিপন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মো. আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ মার্চ বুধবার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিপনের পরিবারের বরাত দিয়ে এসআই আমানুল্লাহ বলেন, এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে নিজের ঘুরে ঢুকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন শিপন। পরে পুলিশ খবর দিলে ঘরের দরজা ভেঙে ঢুকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শিপনের মামা মাহফুজ জানান, ‘শিপন একটি মেয়েকে পছন্দ করতো। পরে শিপনের বাবা-মা মেয়ের সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দেখেন, এই পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। শিপন এই কথা জানতে পেরে অভিমানে আত্মহত্যা করে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category