নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রোববার সকালে পোরশা উপজেলা পরিষদ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে পুষ্প অর্পণ ও উপজেলা হল রুমে স্বাধীন বাংলার স্থাপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়, ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বাংলার খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি,কল কনফারেন্সে যুক্ত হয়ে দিক নিদের্শন মুলক বক্তব্য রাখেন। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটিতে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা’এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার ওজেদ আলী মৃদা,প্রেসক্লব সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক আঃ খালেক, মুক্তিযোদ্ধা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।