পুসাগ এর উদ্যোগে গাইবান্ধা জেলার সবচেয়ে বড় আলপনা উৎসব অনুষ্ঠিত

সাকিব হাসান চৌধুরী সাম্য গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, February 19, 2021
  • 256 Time View

মেধা, শ্রম ও সম্প্রীতি
আগামীর গাইবান্ধা বিনির্মাণের প্রতিশ্রুতি
এই স্লোগান কে সামনে রেখে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট্ এসােসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)’ এর
আয়ােজনে, আন্তর্জাতিক মাতভাষা দিবসে আয়ােজিত গাইবান্ধা জেলার সবচেয়ে বড় আলপনা উৎসব-
আলপনায় একুশের চেতনা ২০২১
আলপনার উদ্বোধন করেন,
প্রধান অতিথিঃ জনাব মােঃ আবদুল মতিন
জেলা প্রশাসক, গাইবান্ধা
বিশেষ অতিথিঃ জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম
পুলিশ সুপার, গাইবান্ধা
আরাে উপস্থিত ছিলেন,পুসাগের সভাপতি – হুসেইন মােঃ জীম
সাধারণ সম্পাদক- এ.কে প্রামানিক পার্থ
নির্বাহী সভাপতি ডাঃ তনময়নন্দী
২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরীতে আলপনার দ্বার উন্মােচন করবেন।
জনাব মােঃ মতলুবর রহমান (মেয়র, গাইবান্ধা পৌরসভা)
অনুষ্ঠানে আরাে আয়ােজন করা হয়,
১. বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা
২, পুসগ ব্লাড সেলের উদ্বোধন
৩, রক্তদান কর্মসূচি
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযােগিতায় ছিলেন- জনাব মােঃ মতলুবর রহমান (মেয়র, গাইবান্ধা পৌরসভা)
বিশেষ সহযােগিতায়- গণ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা

Please Share This Post in Your Social Media

More News Of This Category