নওগাঁয় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের 8ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : Saturday, March 6, 2021
  • 186 Time View

নওগাঁর সবস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি এবং মিলাদ মাহফিলের
মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের 8ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল 9টা থেকে শহরের চকপ্রাণ এলাকায় নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রথমে জেলাআওয়ালীগ এবং পরে খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে পুস্পস্কবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লগের সহ-সভাপতি নিমল কৃষণ সাহা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জন বেলা 11টায় দলীয় নেতাকমীদের সাথে নিয়ে বাবার কবরেপুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ দিকে নওগাঁ জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ,জেলা ছাত্র লীগ এবং সব সংগঠনের সদর উপজেলা কমিটি,পৌর কমিটি এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে মুক্তি যোদ্ধা সংসদ নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাষ্ট্রিজ- পক্ষ থেকেও তাঁর কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর কবরের পাশে ছিল উপচে পড়া ভীড়।ব্যক্তি পযায়ে
অনেক নেতাকমী এবং সাধারণ মানুষ তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন।অপরদিকে তাঁর কবরের পাশেই সকাল থেকে দিন ব্যাপি কোরআন খানি এবংদুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোঃ আব্দুল জলিল 1939 সালে 21 জানুয়ারী জন্ম গ্রহন করেন।1957 সালে তিনি নওগাঁ
কেডি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট,1963 সালে
1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ(সন্মান) এবং1964 সালে এমএ ডিগ্রি লাভ করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে 7 নম্বর সেক্টরের মূখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আব্দুল জলিল।1973 সালে
সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নিবাচনে নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।আব্দুল জলিল পরপর দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক,1996 সালে প্রেসিডিয়াম সদস্য
2002 সালে সাধারণ সম্পদক নির্বাচিত হন।2000 সালে টেকনোক্র্যাট কোঠায় বানিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি আওয়ামীগের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করেন।2013 সালের 6 মাচ সিঙ্গাপুরের মাউন্টএলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরন করেন।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-01749567314

Please Share This Post in Your Social Media

More News Of This Category