ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মতিনকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সকল ইউপি সদস্য সহ সাধারণ জনগণের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটার দিকে বিক্ষুব্ধ জনতা দৌলতখান পৌরশহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি পৌরশহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। পরে দক্ষিণ মাথায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে দৌলতখান থানা সংলগ্ন পাতারখাল মাছঘাটে উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ কাওছার হোসেনের নির্দেশে ইউপি সদস্যকে মারধরের ঘটনা ঘটে। তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে ইউএনও’র অপসারণ দাবী করেন