ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন জনতার বিবেক টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়।
শনিবার দুপুর ৩টায় জাতীয় পার্টির কার্যালয়ে এক্সপেস নিউজ বাংলা টিভি চ্যানেলের উপজেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি এসএম হাসান আলী বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেকে কাটেন উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনতার বিবেক টিভির তালা উপজেলা প্রতিনিধি শেখ ইমরান হোসেন।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, চ্যানেল এস এর ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল, নতুনধারা সংবাদ টিভির বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ নিশান, দৈনিক জাহানাবাদ জেলা প্রতিনিধি বি.এম বাবলুর রহমান, জনতার বিবেক টিভির খর্ণিয়া প্রতিনিধি রাশিদুরজ্জামান লিটন প্রমুখ।
উপস্থিত ছিলেন,পার্থ কুমার মন্ডল,পবিত্র বিশ্বাস,জহর হাসান সাগর, ফয়সাল হোসেন, ক্যামেরাম্যান সাইদুর রহমান আকাশ, অন্যন্যাদের মধ্যে বুরহান হোসেন,শেখ তাহেরান প্রমুখ।