বুধবার প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, সব সেক্টরের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার সফলভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।তিনি বলেন, ‘আমরা প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ সদস্য, দলীয় নেতা-কর্মীসহ সকল সরকারি সংস্থাকে কোভিড-১৯ এর এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিযুক্ত করেছি।’
নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিষয়টির স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে।
দু্ই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করে জেরেমি ব্রুয়ার বলেন, অস্ট্রেলিয়া এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং আরো এগিয়ে নিয়ে যেতে চায়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আসন্ন সফরের কথা উল্লেখ করে জেরেমি ব্রুয়ার বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা চায়।
অস্ট্রেলিয়ান হাইকমিশনার ঢাকায় কূটনীতিকদের সাথে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ।