গাইবান্ধা জেলা শহরকে উন্নত করে তোলার লক্ষ্য কাজ করা হচ্ছে – সংসদের হুইপ গিনি এমপি

সাকিব হাসান চৌধুরী সাম্য গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, March 4, 2021
  • 248 Time View

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, আধুনিক সৃজনশীল ও নান্দনিক গাইবান্ধা জেলা শহর গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই লক্ষ্যে জেলা শহর দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত ঘাঘট নদীর সংস্কার ও সৌন্দর্যবর্ধন বিনোদন কেন্দ্র করে ঘাঘট লেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি সংযোগ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এলজিইডির বাস্তবায়নে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, সহকারি কমিশনার ভূমি নাহিদুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category