গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বসতবাড়ীতে আতিকা আকতার নামে এক কিশোরীকে নিজ মা ও ভাই ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের অসম্মতি প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়া এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।
বিষয়ে সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বেলাল সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।