আজ বরিবার (২৮ ফেব্রুয়ারি)গাইবান্ধা চার লেন সড়ক দ্রুত বাস্তবায়নের লক্ষে ১নং রেল গেট থেকে বাসটার্মিনাল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)
জেলা প্রশাসন উদ্যোগে ও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রবিবার সকাল থেকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।
পূর্বেই ডিবি রোডের বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ।
এ আহ্বানে সাড়া দিয়ে অনেকেই বাসাবাড়ি দোকানপাটের আসবাব, তৈজসপত্র সরিয়ে নিয়েছে।
আবার অনেকে তাদের প্রযোজনিয় জিনিস সরাতে পারেনি।
ফলে ভুক্তভোগীরা ক্ষোপ প্রকাশ করেন।