কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত এক সাঁড়াশি অভিযানে পুলিশ

সিলেট জেলা প্রতিনিধি মীর আয়াত আলী
  • Update Time : Saturday, February 27, 2021
  • 222 Time View

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাত ইন্তাজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্চগ্রাম এ ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আলী গুচ্ছগ্রামের মৃত্যু ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্বামী স্ত্রী’র পারিবারিক সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টায় এক যুবকের ছুরির আঘাতে ইন্তাজ আলী আহতে হলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে আসামী শনাক্তের সাঁড়াশি অভিযান চলছে। নিহতের লাশের কোম্পানীগঞ্জ হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category