ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ভোলার দৌলতখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
আজ রোববার (৭ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র। বক্তরা বলেন, একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ। ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি-জাতির মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালির মুক্তির ডাক। সরকার এ দিনটিকে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ হিসেবে ঘোষণা করেছে, যা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আজকের এ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অনন্য সাধারণ নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম খান , দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানার ওসি বজলার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছিদ্দিক মিয়া , হামিদুর রহমান টিপু, জিএস ভুট্টু তালুকদার , ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নবী নবু , সাফিজল মিয়া , সহ আরো অনেকে