মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সিলেটের দক্ষিন সুরমার পিরোজপুর এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
উক্ত ফ্রী চিকিৎসা সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডাঃ আহমদ নাফি, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম।
মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. নুর হোসেন, ডা. ইমন ও ডা. পিয়া।