মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে আলোক প্রজ্জলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করেন দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। এছাড়াও একে একে দৌলতখান উপজেলা আওয়ামী লীগ, দৌলতখান প্রেসক্লাব, দৌলতখান উপজেলার বিভিন্ন সংগঠনসহ সরকারি বেসরকারি ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এদিকে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবনটি পালনে উপজেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করে দৌলতখান উপজেলা প্রশাসন। পোশাকের পাশাপাশি মাঠে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। এছাড়া ভোলা জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে।