নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস পালিত হয়

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • Update Time : Monday, March 8, 2021
  • 273 Time View

করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।

০৮/০৩/২০২১ইং তারিখ সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহাযোগিতায় এক আলোচনার সভার মধ্যদিয়ে এ দিবসটির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে , স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার।

প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান( মহিলা) মিসেস মোর্শেদা লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ) রমনি কান্ত মিস্ত্রি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক তাহমিনা বেগম,মহিলা নেত্রী সাহিদা আক্তারসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক নারী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category