যশোর জেলার অভয়নগর উপজেলার অালিপুর নামক রেলক্রসিং মহানন্দা এক্সপ্রেস ট্রেনের চাকায় পিষ্ঠ হয়ে সোমবার দুপুর ১.০০ টার সময় এক জন ভ্যান চালক নিহত হয়। খোজ খবর নিয়ে জানা যায় নিহত ব্যক্তি ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের মৃত সাহেব অালীর পুত্র নুরুদ্দিন ওরফে নুরু(৪৫)। সে প্রতিদিনের ন্যায় জীবিকা নির্বাহের জন্যে বের হয়। অালিপুর রেলক্রসিং পার হওয়ার সময় তার দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জনাব এহসান -উল- অালম এর নেতৃত্ব নিহতের মরদেহ উদ্ধার করে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস অাই তরিকুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।